সোমবার, ০৪ ডিসেম্বর, ২০১৭, ০৪:৪১:২৬

ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান

ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। চলছে দু'পক্ষের তীব্র গুলির লড়াই। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের কাজিগুন্দ এলাকা। এই ঘটনায় এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন।

প্রসঙ্গত, গতকালই সীমান্তের বেড়াজালের পাশেই সন্দেহজনক অবস্থায় দুই পাক অনুপ্রবেশকারীকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। পুলিশের জেরার মুখে তারা জানায়, সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার ছক কষছিল তারা। ওই দুই ব্যক্তিকেই গ্রেফতার করে পুলিশ।

পরপর এই দুটি ঘটনায় গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও দু'পক্ষে চলছে তীব্র গুলির লড়াই।

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের পাশাপাশি জম্মু-কাশ্মীরে ব্যাংক ডাকাতির একটি অভিযোগও আসছে। জম্মু-কাশ্মীরের ট্রালে নুরপাড়া এলাকায় একটি দেহাতি ব্যাংকে হামলা চালায় একদল দুষ্কৃতি।

সোমবার সকালেই এই হামলা চালানো হয়। অভিযোগের আঙ্গুল উঠছে জঙ্গিদের বিরুদ্ধেই। কিন্তু এখনও অবধি কত টাকা লুঠ হয়েছে সেই বিষয়ে কোনও হিসাব মেলেনি।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে