আন্তর্জাতিক ডেস্ক : গুজরাত বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাহুল গান্ধী মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন। আর সুযোগ পেলেই নিজেকে কখন শিবের ভক্ত ও নিজের ধর্ম বিশ্বাস ‘নরম হিন্দুত্ব’র কথা বলছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিজেপি সভাপতি অমিত শাহ রাহুলকে তার অবস্থানের বিরুদ্ধে খোঁচা দিয়েছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছেন বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও। রাহুলকে মুঘল সম্রাট বাবরের ভক্ত এবং দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির আত্মীয় বলে কটাক্ষ করেন নরসিমা। সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির 'পদ্মাবতী' সূত্রে আলাউদ্দিন খিলজি'কে নিয়ে চর্চা শুরু হয়েছে।
আর মঙ্গলবার অযোধ্যার বিতর্কিত জমি মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছেন কংগ্রেস নেতা তথা সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী কপিল সিবাল। বাবরের নামেই সেখানে একটি মসজিদ ছিল। হিন্দুত্ববাদীদের অভিযোগ, হিন্দু মন্দির ভেঙে বাবর অযোধ্যায় মন্দির বানিয়েছিলেন। সেই অর্থে হিন্দুদের কাছে ঘৃণ্য চরিত্র বাবর।
ইতিহাসের দুই বিতর্কিত চরিত্র- আলাউদ্দিন খিলজি এবং বাবরের সঙ্গে তাই এবার নাম জড়ানো হলো রাহুল গান্ধীর। বুধবার সাত সকালে জিভিএল নরসিমা রাওয়ের টুইট, 'অযোধ্যায় রামমন্দির নির্মাণের বিরোধিতা করে রাহুল গান্ধী ওয়াইসি, জিলানিদের সঙ্গে হাত মিলিয়েছেন। রাহুল গান্ধী অবশ্যই বাবরের ভক্ত এবং খিলজির আত্মীয়। বাবর রামমন্দির ভেঙেছিলেন এবং খিলজি সোমনাথ মন্দির লুঠ করেছেন। নেহরু পরিবার দুই মুসলিম আক্রমণকারীর পক্ষে।'
এমটিনিউজ/এসএস