আন্তর্জাতিক ডেস্ক : 'বিয়ে' হয়ে গেল যোগী আদিত্যনাথের। না, সত্যিই বিয়ের পিঁড়িতে বসেননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নেহাতই এক প্রতিবাদ সভায় মুখ্যমন্ত্রীর ছবিকে বিয়ে করে নিজেদের দুর্দশার দিকে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা।
প্রতিকি এই বিবাহ অনুষ্ঠান আয়োজিত হয়েছিল ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে। সেখানে প্রথমে যোগীর ছবির সঙ্গে মালাবদল করেন রাজ্যের মহিলা অঙ্গনওয়াড়ি সমিতির প্রেসিডেন্ট নীতু সিং।
ছবিতে মালা দিয়ে বিয়ে। তবে ছবিটি যার-তার নয়, এক্কেবারে মুখ্যমন্ত্রী যোগী আাদিত্যনাথের ছবি। সীতাপুরের মহিলা অঙ্গনওয়াড়ি মহিলা কর্মচারী সংঘের জেলা প্রধান নীতু সিং মঙ্গলবার অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে অভিনব বিক্ষোভের আয়োজন করেন।
তারপরে একেএকে জমায়েতে উপস্থিত সকলে যোগীকে 'বিয়ে' করেন! নীতু বলেছেন, 'আমাদের অনেক সমস্যা রয়েছে। সরকার কোনও সাহায্য করছে না। তাই আমরা মুখ্যমন্ত্রীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। এতে হয় তো সরকারে টনক নড়বে। আগামী শুক্রবার আমরা লখনউতে গিয়ে বিক্ষোভ দেখাবো। আমরা যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করতে চাই।'
অঙ্গনওয়াড়িকর্মীদের দাবি মুখ্যমন্ত্রী কাছে পৌঁছে দিতেই এমনই অভিনব আয়োজন বলে জানা গিয়েছে। রাজ্য সরকারকে চার মাসের সময়সীমা দিয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামার ডাক দিয়েছেন।
সীতাপুরের জেলাশাসকের দফতরের পাশে গানবাজনা মাধ্যমে ওই নীতি সিং বড়মাল্য দেন যোগী আদিত্যনাথের ছবিতে। সঙ্গে ছিল বৈদিক মন্ত্রোচ্চারণও। 'বিক্ষোভ' অনুষ্ঠানের শেষে উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টিও বিলি করা হয়। অঙ্গনওয়াড়িকর্মীরা ছাড়াও ছিলেন স্থানীয় লোকজনও।
এমটিনিউজ/এসএস