বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:২১:২১

বাংলাদেশে ঘাঁটি গাড়া জঙ্গিদের মোকাবিলা করা হবে : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে ঘাঁটি গাড়া জঙ্গিদের মোকাবিলা করা হবে : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের মাটিতে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। বৃদ্ধি পেয়েছে জঙ্গি কার্যকলাপ, সেদিকে নজর রয়েছে ভারতের। প্রতিবেশী দেশের সাহায্য নিয়েই জঙ্গিদের মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। খবর জিনিউজের।

একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব ভালো বলে সাংবাদিক বৈঠকে উল্লেখ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আজ কলকাতায় বৈঠকে বসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

সীমান্ত সুরক্ষা, অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ প্রভৃতি বিষয়ে কথা হয় বৈঠকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীসহ বৈঠকে উপস্থিত ছিলেন আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রীরা।

তবে সাংবাদিক বৈঠকে রাজস্থানে মালদার যুবককে কুপিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে, তা এড়িয়ে যান রাজনাথ সিং। ঘটনাটি 'রাজনৈতিক বিষয়' বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দার্জিলিংয়ের ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে, তা-ও এড়িয়ে যান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে