শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৬:০৩:২৯

ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্তের প্রতিবাদ বার্সা ফুটবলারের

ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্তের প্রতিবাদ বার্সা ফুটবলারের

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব বার্সেলোনার এক ফুটবল।

বার্সার ৩০ বছরের তুর্কি মিডফিল্ডার আরদা টুরান সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন। টুরান লিখেছেন, জেরুজালেম সব সময় শান্তি ও মানবতার রাজধানী ছিল। এখান থেকে আপনার (ট্রাম্প) অস্ত্র সরান!

৬ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। ট্রাম্পের এই সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সারাবিশ্বের মানুষ। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও যুক্তরাষ্ট্র সমালোচনার মুখে পড়েছে। -আনাদোলু

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে