শনিবার, ০৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:৫১:৪৯

পররাষ্ট্রনীতি বিষয়ে সৌদি আরবকে সতর্ক হতে বললো যুক্তরাষ্ট্র

পররাষ্ট্রনীতি বিষয়ে সৌদি আরবকে সতর্ক হতে বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সৌদি আরবকে দেশটির পররাষ্ট্রনীতির বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, পররাষ্ট্র বিষয়ক পদক্ষেপগুলো আরও পর্যালোচনা করে নেওয়া উচিত। ইয়েমেনের বিরুদ্ধে আরোপিত সৌদি জোটের অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার করারও আহ্বান জানান টিলারসন।

প্যারিস সফররত রেক্স টিলারসন বলেন, কাতারের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তারা যেভাবে ইয়েমেনে যুদ্ধ করছে, লেবাননে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে করে তাদেরকে পরিমিত ও চিন্তা-ভাবনা করে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। এসব পদক্ষেপের প্রতিক্রিয়া তাদের মাথায় রাখা উচিত।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। তিন বছর ধরে চলা এ যুদ্ধের কারণে ইয়েমেনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট আখ্যা দিয়েছে জাতিসংঘ। অথচ এ যুদ্ধেই এতোদিন সৌদি জোটকে বিমান হামলা পরিচালনা, গোয়েন্দা সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

ইয়েমেনের কথিত জঙ্গি আস্তানাগুলো লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়ে যাচ্ছে দেশটি। কিন্তু সম্প্রতি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রশ্নে সৌদি সরকার ও ট্রাম্পের মধ্যে টানাপড়েনের আভাস মিলেছে।  টিলারসনের এই মন্তব্যেও তা উঠে এসেছে। এর আগে ইয়েমেনে সৌদি জোটের যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নিজের ধৈর্য্য হারানোর কথা জানিয়েছিলেন। সূত্র: মিডল ইস্ট মনিটর।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে