আন্তর্জাতিক ডেস্ক: জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করায় ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু। তিনি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভণ্ড জোট বলেও অভিহিত করেন। গতকাল শনিবার রাতে ফ্রান্স সফরে যাওয়ার আগে তিনি এমন মন্তব্য করেন। প্যারিসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার।
আমি ইউরোপীয় ইউনিয়নকে শ্রদ্ধা করি এবং তার গুরুত্বও বুঝি। তবে আমি ইইউ-এর দ্বিমুখি অবস্থানকে কোনভাবেই মেনে নিতে পারি না। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঐতিহাসিক ঘোষণার জেরে প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করলো ইইউ। কিন্তু ঐ ঘোষণাকে কেন্দ্র করে ইসরাইলের ওপর রকেট হামলা চালানো হল তার কোন নিন্দা জানালো না ইইউ। আমি এসব ভণ্ডামি মেনে নিতে মোটেও প্রস্তুত নই।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস