আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটান টাইম স্কয়ারের কাছের একটি বাস টার্মিনালে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় সোমবার সকালে টাইম স্কয়ারের কাছেই অবস্থিত পোর্ট অথরিটি বাস টার্মিনালে এই বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের কারণ এখনও অজ্ঞাত উল্লেখ করে পুলিশের এক টুইট বার্তায় জানানো হয় যে, ৮নং এভিনিউয়ের ৪২নং স্ট্রিটে ঘটেছে এই বিস্ফোরণ। ঘটনার পর তাৎক্ষণিকভাবে টাইম স্কয়ারের এ, সি ও ই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে এবং আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হচ্ছে।
এই হামলাটি কোন সন্ত্রাসী হামলা কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। বাস টার্মিনালের পথচারি পারাপারের পথের নিচে রাখা পাইপ বোমার কারণে বিস্ফোরণ হতে পারে বলে এক পুলিশকে উদ্ধৃত করে এবিসি নিউজ জানিয়েছে।
পোর্ট অথরিটি যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস টার্মিনাল এবং বছরব্যাপী প্রায় ৬ কোটির বেশি লোককে সেবা দিয়ে থাকে।
এমটিনিউজ/এসবি