বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:৫১:৫৩

ইয়েমেনের সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা, ১৯ সৌদি সেনা নিহত

ইয়েমেনের সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা, ১৯ সৌদি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি আনসারুল্লাহর স্নাইপারের গুলিতে সৌদি আরবের  ১৯ জন সেনা ও ভাড়াটে সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইরান ভিত্তিক সংবাদমাধ্যম প্রেস টিভি। বুধবার প্রকাশিত প্রতিবেদেনে তারা দাবি করে, আল-আশা ও আশ-শোরফা এলাকায় ইয়েমেনের সেনারা সৌদি আরবের পাঁচ সেনাকে হত্যা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইয়েমেনের সরকারি বার্তা সংস্থা সাবা-কে জানান, এ দুটি এলাকা রাজধানী রিয়াদ থেকে ৯৬৯ কিলোমিটার দক্ষিণে।  এছাড়া মা’রিব প্রদেশে স্নাইপারদের একটি হামলায় সৌদি আরবের পাঁচ ভাড়াটে সেনা নিহত হয়েছে। একই প্রদেশে আরেকটি হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছে তবে সঠিক সংখ্যা জানা যায়নি।

এদিকে, ইয়েমেনের সেনা ও হুথিরা একই এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। এরপর ইয়েমেনের সেনা ও হুথি যোদ্ধারা সৌদি আরবের আল-কারাস সামরিক ঘাঁটিতে মর্টারের গোলাবর্ষণ করে এবং তাতে সৌদি আরবের অনেক সেনা হতাহত হয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে