বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:১৪:২১

মুখের ওপর না, লজ্জিত নেতানিয়াহু

   মুখের ওপর না, লজ্জিত নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় দেশগুলোর কাছ থেকেও জেরুসালেমের স্বীকৃতির আশা করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনির সঙ্গে বৈঠকে এমন প্রত্যাশার কথা জানান তিনি। নেতানিয়াহুর সেই আহ্বানে সাড়া দেননি মোঘেরিনি। সাফ জানিয়ে দিয়েছেন, এই ইস্যুতে জোটের অবস্থান অপরিবর্তিত থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ফ্রেডেরিকা মোঘেরিনির সঙ্গে বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমি বিশ্বাস করি সব কিংবা বেশিরভাগ ইউরোপীয় দেশ জেরুজালেমে তাদের রাজধানী সরিয়ে নেবে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে এবং নিরাপত্তা, সমৃদ্ধি ও শান্তির জন্য আমাদের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত থাকবে।’

মুখের ওপর না করে দিয়ে মোঘেরিনি বলেছেন, জেরুজালেম ইস্যুতে ‘আন্তর্জাতিক ঐকমত্যকে’ই স্বীকৃতি দিয়ে যাবে ইউরোপীয় ইউনিয়ন। তবে বিশ্বের বিভিন্ন স্থানে ইহুদিদের ওপর হামলারও নিন্দা জানিয়েছেন তিনি। মোঘেরিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি দ্বি রাষ্ট্র নীতির ভিত্তিতে জেরুজালেমকে দুই দেশের রাজধানী করাই ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত নিরসনের ক্ষেত্রে একমাত্র বাস্তব সমাধান।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে