আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরকে স্বাধীন করে ১৯৭১ এ পাকিস্তানের হারের বদলা নেওয়া হবে। ফের হুঙ্কার দিল জামাত-উদ-দাওয়া প্রধান ও মুম্বই হামলার মাথা হাফিজ সাইদ। লাহোরে এক সভায় হাফিজ সাঈদের হুমকি, ‘পাকিস্তান ১৯৭১ সালের লড়াইয়ে পরাজিত হয়েছিল। সেই পরজয়ের বদলা নেওয়া হবে কাশ্মীরকে স্বাধীন করে।’
জঙ্গি মদতের অভিযোগ বেশ কিছুদিন সাঈদকে গৃহবন্দি করে রাখে পাকিস্তান। তবে শেষপর্যন্ত আদালতের নির্দেশে তাকে ছেড়ে দেওয়া হয়। বন্দিদশা থেকে ছাড়া পেয়েই সাঈদ ঘোষণা করে, কাশ্মীরকে স্বাধীন করবে জামাত-উদ-দাওয়া। খবর জিনিউজের।
শনিবার নওয়াজ শরিফ ও তার দল পাকিস্তান মুসলিম লিগের উদ্দেশ্যে সাঈদের বার্তা, তোমরা প্রতিশ্রুতি দিয়েছিলে কাশ্মীরকে স্বাধীন করবে, পাকিস্তানকে রক্ষা করবে। কিন্তু তোমরা দেশের মানুষকে ধোঁকা দিয়েছ। তোমরা নরেন্দ্র মোদির সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিলে। দেশের মানুষের সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছ।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার লড়াই থামাতে ১৯৭১ সালে বাংলাদেশে আক্রমণ করে পাকিস্তানী সেনা। সে সময় পাকিস্তানের কয়েক হাজার সেনাকে আটকে দেয় ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত মিত্র বাহিনী। অসহায় পাক সেনারা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ফলস্বরূপ স্বাধীন হয় বাংলাদেশ। একাত্তরের পাকিস্তান নিজেদের দোষ না দেখে ভারতীয় চক্রান্ত হিসেবে দেখে। সেই রাগ এখনও পুষে রেখেছে পাকিস্তান। আর সেই কথাই বেরিয়ে এলো সাঈদের মুখ থেকে।
এমটিনিউজ/এসবি