রবিবার, ১৭ ডিসেম্বর, ২০১৭, ১০:৪১:৫৩

অত্যাধুনিক টি-নাইনটি ট্যাঙ্ক আনছে ইরান

  অত্যাধুনিক টি-নাইনটি ট্যাঙ্ক আনছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে শিগগিরই অত্যাধুনিক টি-৯০ ট্যাংক পাচ্ছে ইরান। ইরানি সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আহমদ রেজা পুরদস্তাঁ জানিয়েছেন, রাশিয়ার কাছ থেকে এই ট্যাংক কেনার কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে টি-৯০ ট্যাংক।

জেনারেল পুরদস্তাঁ আরো জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীকে এতটাই শক্তিশালী হতে হবে যাতে দেশের জনগণ নিজেদের নিরাপত্তার ব্যাপারে স্বস্তি বোধ করে। তাঁর মতে, শত্রু যখন দেখবে আমাদের আঙুল ট্রিগারের উপর সদাসতর্ক রয়েছে তখন তারা তাদের অশুভ পরিকল্পনা থেকে পিছু হটবে।

একইসঙ্গে তিনি আরো জানিয়েছেন, আমরা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব। এক্ষেত্রে পরমাণু সমঝোতা বা অন্য কোনো কূটনৈতিক নৈতিকতা লঙ্ঘিত হল কি না তা দেখা সশস্ত্র বাহিনীর দায়িত্ব নয়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে