সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭, ০৭:২৪:৪৮

প্রভাবশালী নারীর তালিকায় নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ

 প্রভাবশালী নারীর তালিকায় নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ

আন্তর্জাতিক ডেস্ক: প্রতিজ্ঞা ও সাহসের জন্য প্রশংসিত বিশ্বের ১১ নারীর তালিকায় স্থান করে নিয়েছেন পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকন্যা মরিয়ম নওয়াজ। খবর নিউ ইয়র্ক টাইমসের।

মার্কিন সংবাদ মাধ্যমটির প্রভাবশালী ১১ নারীর সবশেষ তালিকায় এ তথ্য জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমসের মতে, প্রভাবশালী এই নারীরা রাষ্ট্র, আইন ও সমাজবিরোধী প্রথা এবং রেওয়াজের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তারা মেধা দিয়ে নিজেদেরকে বিশ্বের সামনে মেলে ধরেছেন।

তালিকায় থাকা প্রথম নারী হচ্ছেন সৌদি আরবের মানাল-আল-শরিফ, দ্বিতীয় ইতালির এমা মোরানো ও তৃতীয় নারী হচ্ছেন সুইডেনের মার্গট ওয়ালস্ট্রম।

এছাড়া আছেন ফ্রান্সের হেন্ডা আয়ারি, মিয়ানমারের অলিভ ইয়াং, তুরস্কের আসলি এরদোয়ান, ইতালির লেতিজিয়া বাত্তালিয়া, ইন্দোনেশিয়ার সিনতা নুরাইয়াহ, চীনের ইউ জিওহুয়া ও জার্মানির এলিস সুয়ার্জার।

নারী অধিকার, সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলা, কারাগারে কঠোরতার শিকার ও আশাবাদী শব্দ দিয়ে জীবনে রঙ লাগানো নারীরা এই তালিকায় আছেন।

এই তালিকার ১১ নম্বরে আছেন মরিয়ম নওয়াজ। তিনি মাত্রই দেশটির রাজনীতির ময়দানে পা রেখেছেন।

পানামা পেপার্স কেলেঙ্কারিতে আদালত যখন নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন, তখন আদালতের ওই সিদ্ধান্তের বিপক্ষে সোচ্চার ছিলেন মরিয়ম। অল্প সময়েই মরিয়ম প্রভাবশালী নারী হিসেবে জায়গা করে নেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে