মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০১৭, ০৭:৩৬:১৫

যেকোন মুহুর্তে যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে চীন

যেকোন মুহুর্তে যুদ্ধ, প্রস্তুতি নিচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক: গ্লোবাল টাইমস ফোরামের এক আলোচনা সভায় চীনের নানজিং মিলিটারি এরিয়ার সাবেক ডেপুটি কমান্ডার, সাবেক লেফটেন্যান্ট জেনারেল ওয়াং হক্সগুয়াং বলেছেন, যে কোনো সময় কোরিয়ান উপদ্বীপ অঞ্চলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে।

ওয়াং হক্সগুয়াং বলেন, চীনের উচিৎ দেশটির উত্তর-পূর্ব সীমান্তে সৈন্য জড়ো করা। কারণ, এখন থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে যে কোন সময়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। তাই চীনের উচিৎ কোরিয়ান উপদ্বীপে সম্ভাব্য যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। আর সেজন্যেই উত্তর-পূর্ব সীমান্তে সৈন্য জড়ো রাখা দরকার। চীনের এ ধরণের প্রস্তুতি যুদ্ধে অংশ নেয়ার জন্য নয় বরং প্রতিরক্ষা নিশ্চিত করণের জন্যে প্রয়োজন।

সামরিক বিশেষজ্ঞ এবং টিভি ধারাভাষ্যকার সইং ঝংপিং বলেছেন, চীনের উচিৎ ক্ষেপণাস্ত্ররোধী প্রযুক্তি স্থাপন করা এবং সম্ভাব্য যুদ্ধে আক্রান্ত শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়ে প্রস্তুতি নেয়া। যুদ্ধ বেধে গেলে ভয়াবহ পারমাণবিক সঙ্কট তৈরি হবে। আণবিক বোমা ব্যবহারের ফলে সৃষ্টি হবে ভূমিকম্প। কোরিয়ান উপদ্বীপে চীনের স্বার্থে আঘাত করে এমন কোনো সিদ্ধান্ত যদি যুক্তরাষ্ট্র নেয় তবে প্রতিরক্ষার জন্য চীনকেও যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।-ইয়াহু নিউজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে