বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:৩২:৫৪

হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

হুতি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র ধ্বংসের দাবি সৌদি জোটের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদের ইয়ামামা প্যালেসে চলা বৈঠক লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রাণাধীন টেলিভিশন আল মাসিরাহ দাবি করেছে।

আল মাসিরাহ জানায়, হুতি বিদ্রোহীরা ইয়ামামা প্যালেস লক্ষ্য করে বুরকান-২ মিসাইল হামলা চালায়। এর কয়েক মিনিট পরই সৌদি আরবের সরকারি টেলিভিশনে মিসাইল ধ্বংস করার কথা জানায়।

বিবিসি জানায়, প্রত্যক্ষদর্শীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধোঁয়ার ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। এছাড়া তারা শব্দও শুনতে পেয়েছেন বলে দাবি করেছেন।

গত মাসেও হুতি বিদ্রোহীরা রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে একই ধরনের মিসাইল হামলা চালায়। ইরান তাদের মিসাইল সরবরাহ করছে বলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে