বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ০৯:৪১:৩৯

লিবিয়ার নেতৃত্বে আসছেন গাদ্দাফির ছেলে সাইফ

লিবিয়ার নেতৃত্বে আসছেন গাদ্দাফির ছেলে সাইফ

আন্তর্জাতিক ডেস্ক: মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি লিবিয়ার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। সাইফ আল ইসলামের বয়স ৪৪ বছর। ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে তিনি পিএইচডি অর্জন করেছেন। ২০০০ সালের পর পশ্চিমা সরকারগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে সাইফ মূল ভূমিকা পালন করেছিলেন।

রোববার মিশরীয় গণমাধ্যম ইজিপ্ট টুডেকে বিষয়টি জানিয়েছেন গাদ্দাফি পরিবারের মুখপাত্র বাসেম আল-হাশিমী আল-সোল।

লিবিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৮ সালে। এই নির্বাচনে গাদ্দাফি পুত্রের প্রতি সমর্থন ব্যক্ত করেছে লিবিয়ার প্রধান প্রধান উপজাতি দলগুলো। লিবিয়ার বিভিন্ন অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আনায় দৃঢ় প্রতিজ্ঞ সাইফ। সাইফ ছিলেন বাবা গাদ্দাফির নির্বাচিত উত্তরসূরি। তাই তার প্রতি লিবিয়ার আপামর জনসাধারণের সমর্থন রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে