বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৪:৩০

ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরীতে ফুটো!

ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল বিমানবাহী রণতরীতে ফুটো!

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের সবচেয়ে ব্যয়বহুল ও নতুন বিমানবাহী রণতরীতে ছিদ্র পাওয়া গেছে। ত্রুটিপূর্ণ জোড়ার কারণে এইচএমএস কুইন এলিজাবেথ রণতরীতে পানি ঢুকছে।

চলতি মাসের শুরুর দিকে দেশটির পোর্টসমাউথ নৌ ঘাঁটিতে রয়্যাল নেভির হাতে রণতরীটি তুলে দিয়েছিলেন রানী এলিজাবেথ।

সমুদ্রে পরীক্ষামূলকভাবে চালানোর সময় ৪০০ কোটি ডলার মূল্যের এ রণতরীর একটি প্রপেলার শ্যাফটে ফুটো পাওয়া যায়। বিবিসি এ খবর দিয়েছে।

রয়্যাল নেভির এক মুখপাত্র জানান, এইচএমএস কুইন এলিজাবেথের ত্রুটি সারানোর ব্যবস্থা নেয়া হয়েছে। নতুন বছরের শুরুতেই রণতরীটি আবার যাত্রা শুরু করতে পারবে।

তিনি বলেন, ‘সমুদ্রে পরীক্ষামূলক যাত্রার সময় এইচএমএস কুইন এলিজাবেথের শ্যাফটের জোড়ায় ত্রুটি পাওয়া গেছে। পোর্টসমাউথের কাছে থাকার সময়ই এটি সারানোর ব্যবস্থা নেয়া হয়েছে। এ ত্রুটির
কারণে তরীটির পরবর্তী যাত্রা বিঘ্নিত হবে না।’

দ্য সান জানায়, ফুটোর কারণে রণতরীটিতে প্রতি ঘণ্টায় ২০০ লিটার সামুদ্রিক পানি ঢুকছে। বিমানবাহী তরীর এ ত্রুটি যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর জন্য ‘বিব্রতকর’। তরীটির জন্য কিনতে চাওয়া এফ-৩৫ জঙ্গি বিমানের দাম নিয়ে পার্লামেন্ট সদস্যদের উদ্বেগের মধ্যেই এ ত্রুটির খবর এল। ২৮০ মিটার দীর্ঘ রণতরীটিকে দ্রুতই কোথাও মোতায়েন করার পরিকল্পনা নেই।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে