বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫২:০৭

এবার আড়াইশ যাত্রী নিয়ে ফেরি ডুবি

এবার আড়াইশ যাত্রী নিয়ে ফেরি ডুবি

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ২৫১ জন আরোহীকে নিয়ে একটি ফেরি ডুবে গেছে। বৃহস্পতিবার  প্রচণ্ড ঝড়ো আবহাওয়ার মধ্যে ফেরিটি ডুবে যায়। খবর রয়টার্স।

স্থানীয় রেডিওকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, এখন পর্যন্ত তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  তবে বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।

ফিলিপাইনের কোস্ট গার্ডের মুখপাত্র আরমান্ড বালিলো জানান, কুয়েজন প্রদেশের পোলিলিও দ্বীপের কাছাকাছি এই দুর্ঘটনা হয়। ফেরি ডুবির খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরুর জন্য দ্রুত সেখানে ছুটে যায় কোস্ট গার্ডের নৌকা ও সেনাবাহিনীর হেলিকপ্টার। আমরা প্রাণহানির ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু এখনো ঘটনার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।’

তিনি দাবি করে বলেন, ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়নি। ওই ফেরির ২৮০ জন যাত্রীকে বহনের সক্ষমতা ছিল। রয়টার্স জানায়, দক্ষিণাঞ্চলে টাইফুনের কারণে সৃষ্ট ঢেউ এবং বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে