বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০১৭, ০৯:০০:১৮

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা পড়ায় সালিশিতে বিয়ে

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা পড়ায় সালিশিতে বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সালিশি সভার নিদানে চাঞ্চল্য রাজগঞ্জের হাসুয়া পাড়ায়। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুরুষ ও মহিলাকে বিয়ে দিল এলাকার মাতব্বরেরা।

রাজগঞ্জ এর শিকারপুর গ্রাপঞ্চায়েতের হাসুয়াপাড়ার বাসিন্দা হরিপদ রায়ের সঙ্গে ওই গ্রামের বাসিন্দা বীণা রায়ের প্রায় দুই বছর ধরে প্রণয়ের সম্পর্ক ছিল। গতকাল রাত ১২.৩০ মিনিট নাগাদ হরিপদর সঙ্গে ওই মহিলাকে হাতেনাতে ধরেন তাঁর স্বামী মলিন চন্দ্র রায়। এরপর খবর যায় মাতব্বরদের কাছে। আজ সালিশি সভার পর মুচলেকা নিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয় হরিপদ ও বীণার।

এই সালিশি মানতে নারাজ শিকারপুর গ্রাম পঞ্চায়েতের এর প্রধান কল্যাণ হোড়। তিনি বলেন, এটা বেআইনি কাজ। এধনের কাজ সমর্থন করা যায় না।
এমটি নিউজ/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে