আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর কথা ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার জবাবে দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি এ সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে দলটি জানিয়েছে, বুধবার জোহানেসবার্গ শহরে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
এএনসি বলেছে, দলের সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ ফোরাম সর্বসম্মতভাবে দ্রুত ও নিঃশর্তভাবে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমানোর কথা ঘোষণা করেছে।
এএনসি বলছে, ইসরাইলে দূতাবাসের পরিবর্তে এখন লিয়াজোঁ অফিস রাখা হবে। নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি বাস্তব সমর্থন দেয়ার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
দলটি বলছে, ফিলিস্তিনিদের মানবাধিকার ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে- সে বিষয়ে তেল আবিবের কাছে এখন পরিষ্কার বার্তা যাবে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস