শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০১:২২:১৬

কিছু আরব নেতা অজ্ঞতা ও অযোগ্যতাকে ঢাকতে তুরস্কের বিরোধিতা করছে: এরদোগান

কিছু আরব নেতা অজ্ঞতা ও অযোগ্যতাকে ঢাকতে তুরস্কের বিরোধিতা করছে: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: টুইটারে অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক একজন নেতাকে আক্রমণ করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর রিটুইটের তীব্র নিন্দা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

স্থানীয় সময় বুধবার এক বক্তৃতায় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের নাম সরাসরি উল্লেখ না করে এরদোগান বলেন, ‘কিছু আরব নেতা তাদের অজ্ঞতা এবং অযোগ্যতাকে ঢাকার জন্য তুরস্কের বিরোধিতা করছে।’

এর আগে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর টুইটে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে টুইট করেন তুর্কি প্রেসিডেন্ট মুখপাত্র ইব্রাহিম কালিন। তার প্রতিক্রিয়ার একদিন পর এরদোগান এই কড়া জবাব দিলেন।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী তার রিটুইট দাবি করেন যে, ১৯১৬ থেকে ১৯১৯ সাল পর্যন্ত মদিনায় অটোমান গভর্নর ফাহরেদিন পাশা স্থানীয় আরবদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেন এবং তাদের সম্পত্তি চুরি করেন। টুইটে বলা হয়, ‘এই হচ্ছে এরদোগানের পূর্বপুরুষেরা এবং আরবদের সঙ্গে তাদের অতীত।’

বিশ্বজুড়ে মুসলিমদের কাছে অত্যন্ত সম্মানিত শহর মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ও তাদের মিত্রদের কাছে পরাজিত হওয়ার পূর্ব পর্যন্ত তুর্কি অটোমান শাসকেরা মদিনা শাসন করেন। এই বক্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন কালিন। তার এই বক্তব্যের নিন্দা জানিয়ে বিভেদমূলক অপপ্রচার ছড়ানোর জন্য সংযুক্ত আরব আমিরাতকে অভিযুক্ত করেন।

তিনি আব্দুল্লাহ বিন জায়েদকে সতর্ক করে বলেন, তুর্কি ও আরবদের একে অপরকে মুখোমুখি করার লক্ষ্যে এসব অপ্রচার চালানো হচ্ছে। তিনি তার টুইটে বলেন, ‘তৎকালীন সময়ে ব্রিটিশ পরিকল্পনার বিরুদ্ধে ফাহরেদীন পাশা বিরুত্বের সঙ্গে মদিনাকে রক্ষা করেছিল।’

এরোগানের বক্তব্য ছিল আরোও এক ধাপ কঠোর। এরদোগান প্রশ্ন রেখে বলেন, ‘আপনি আমাদের নামে অপবাদ দিচ্ছেন। ফাহরেদিন পাশার মদিনা রক্ষার সময়ে আপনার পূর্বপুরুষেরা কোথায় ছিলেন? সূত্র: ডন উর্দু
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে