শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৩:১৮:৫৬

বহুতল ভবনে আগুন, নিহত ২৯

বহুতল ভবনে আগুন, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার একটি বহুতল ভবনে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে ২৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের শিকার আটতলা ভবনটি রাজধানী সিউল থেকে ১০৪ মাইল দূরের জেসিওন শহরে অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনের নিচতলার পার্কিং থাকা একটি গাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা অন্যান্য ফ্লোরেও ছড়িয়ে পড়ে। এতে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। তবে কর্মকর্তারা এখনও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। খবর বাসস।

সরকারি কর্মকর্তারা জানান, ভয়াবহ এই আগুনে আরো ২৬ জন আহত হয়েছে। ভবনের ভেতর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। অগ্নিনির্বাপন কর্মীদের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অগ্নিকাণ্ডের শুরু হওয়ার পর আতঙ্কে অনেকেই ভবনের ছাদে উঠে যান। পরে ছাদ থেকে ২০ জনকে উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি লাশ পাওয়া গেছে ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ফিটনেস সেন্টার বা জিমে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে।

অগ্নিনির্বাপণ দপ্তরের একজন কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ড শুরু হলে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনেকে বাথরুমে আশ্রয় নেন। এর ফলে তাদের সেখান থেকে বের হওয়ার সুযোগ আরও ক্ষীণ হয়ে পড়ে।

গ্রিনিচ মান সময় ৭টায় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আটতলা ভবনে ছড়িয়ে পরে। ভবনটির ভিতরে অনেকে আটকা পড়ে আছে।

উদ্ধার অভিযান চলছে তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে ন্যাশনাল ফায়ার এজেন্সির এক মুখপাত্র।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে