শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ০৭:১০:৫৩

‘আমেরিকা সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে’

 ‘আমেরিকা সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ ইমামি কাশানি বলেছেন, আমেরিকা বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিরোধী এ সিদ্ধান্তের মাধ্যমে গোটা মার্কিন জাতিকে অপমানের মুখে ঠেলে দিয়েছে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন।

ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নানা অভিযোগ প্রসঙ্গে আয়াতুল্লাহ কাশানি বলেছেন, মধ্যপ্রাচ্যে নিজের ব্যর্থতা আড়াল করতেই ইরানের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র সরবরাহের মার্কিন দাবি ভিত্তিহীন।

আয়াতুল্লাহ ইমামি কাশানি বলেন, এই আমেরিকাই সৌদি আরবকে কোটি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যাতে মধ্যপ্রাচ্যে সব সময় যুদ্ধ লেগে থাকে। সৌদি আরব ইয়েমেনে মার্কিন বোমা ফেলছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো কোনো দেশই এ বিষয়ে প্রতিবাদ করছে না।

তেহরানের জুমার নামাজের খতিব বলেন, আমেরিকা সব সময় ইসলাম ধর্মের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে। ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবেই আমেরিকা সৌদি আরবের সহযোগিতায় সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ সৃষ্টি করেছিল। কিন্তু ইসলামবিরোধী ওই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে