শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:০০:২৯

ইসরায়েলি সেনার গালে থাপ্পড় মেরে বীরের মর্যাদায় ভূষিত ফিলিস্তিনি কিশোরী

ইসরায়েলি সেনার গালে থাপ্পড় মেরে বীরের মর্যাদায় ভূষিত ফিলিস্তিনি কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক: এক ইসরায়েলি সেনার গালে থাপ্পড় মেরে বীরের মর্যাদায় ভূষিত হয়েছেন ফিলিস্তিনি কিশোরী আহেদ তামিমি। সোনালি রঙের কোকড়ানো চুলের এই কিশোরী তাদের বাড়ির প্রবেশ পথের কাছে দুই ইসরায়েলি সেনাকে দাঁড়ানো দেখতে পেয়ে বাড়ির আঙিনা ছেড়ে তাদের চলে যাওয়ার জন্য বলেন তিনি।

কিন্তু সেনারা কোন কথা না বলে সেখানেই দাঁড়িয়ে থাকে। তাদের ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়ার চেষ্টা করলেও তারা ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। তখন ক্ষুব্ধ ওই কিশোরী সজোরে তাদের গালের চড় বসিয়ে দেন। কেউ একজন দূর থেকে এ দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে দেন।

প্রকাশের পরপরই তা ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ফিলিস্তিনের নবী সালেহ গ্রামের ১৬ বছর বয়সী ওই কিশোরী অস্ত্রধারী সেনাদের উপর যেভাবে খালি হাতে চড়াও হয়েছেন তা দেখে সবাই তার প্রশংসা করেছেন। অনেকেই তাকে ফিলিস্তিনি বীর বলে মন্তব্য করেছেন।

গত শুক্রবার জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করার প্রতিবাদে পশ্চিম তীরে বিক্ষোভের সময় ফিলিস্তিনের বিখ্যাত কিশোরী অ্যাক্টিভিস্ট আহেদ তামিমির পরিবারের এক সদস্যকে মাথায় গুলি করে ইসরায়েলি সেনারা। এই দৃশ্য কেউ একজন মোবাইল ফোনের ক্যামেরা ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

এই ভিডিওকে ঘিরে কিশোরী আহেদ তামিমির বিরুদ্ধে ইসরায়েলি কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উস্কানি দেয় ইহুদিবাদী সংবাদ মাধ্যমগুলো। অন্যদিকে ফিলিস্তিনি তরুণীর থাপ্পড়ের প্রতিশোধ হিসেবে তাকে এবং তার ২১ বছর বয়সী চাচাতো বোন নুর নাজি আল তামিমিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

মঙ্গলবার ভোরে কিশোরী আহেদের বাড়িতে অভিযান চালিয়ে তার ব্যক্তিগত ল্যাপটপ, মোবাইল এবং বেশ কিছু ইলেক্ট্রনিক জিনিস জব্দ করে নিয়েছে সেনারা। অভিযানের সময় তারা আহেদ তামিমির পরিবারের লোকজনকেও লাঞ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

থাপ্পড় মারার কারণে তার বিরুদ্ধে ১০ দিনের সাজাও ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফতালি বেন্নেত আর্মি রেডিওতে বলেছেন, ‘অস্থিতিশীল কর্মকাণ্ডে জড়িত ওই দুই ফিলিস্তিনি কিশোরীকে জেলেই পচে মরতে হবে।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে