শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭, ১১:২৩:০৮

ট্রাম্পের হুমকির কাছে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র মাথা নত করবে না : তুরস্ক

ট্রাম্পের হুমকির কাছে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র মাথা নত করবে না : তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ডেপুটি প্রধানমন্ত্রী বাকির বোজদাগ বলেছেন, যুক্তরাষ্ট্রকে বোঝা উচিত সার্বভৌম কোনো রাষ্ট্রকে ভোটাধিকার প্রয়োগে এভাবে বাধা দেয়া যায় না। ট্রাম্পের হুমকির কাছে কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র মাথা নত করবে না। অনন্ত এ হুমকি ও চাপের মুখে জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে তুরস্ক সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

সম্প্রতি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন ট্রাম্প। সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরেরও নির্দেশ দেন তিনি। এর পর পুরো বিশ্বে মার্কিন সিদ্ধান্তের বিপক্ষে আন্দোলন ও প্রতিবাদ শুরু হয়। এ অবস্থায় ওআইসি এক জরুরি সভায় পূর্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়।

পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী-অস্থায়ী মিলিয়ে ১৪টি রাষ্ট্র ইস্যুর পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র বিরুদ্ধাচরণ করে ভেটো দেয়। সাধারণ পরিষদেও বিশ্ববিবেক ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে