শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৫:০৭

বাস নদীতে, নিহত ২৭

বাস নদীতে, নিহত ২৭

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজস্থানের সাওয়াইতে একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর দেয়াল ভেঙে নদীতে পড়ে যায়। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। আহত প্রায় ১৫ জন।
শনিবার সকালে মাধোপুরের দুবি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।  বনস নদীতে পড়ে যায় বাসটি।

পুলিশ সূত্রে খবর, বাসটি সাওয়াই মাধোপুর থেকে লালকোট যাচ্ছিল। বনস নদীর ওপর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পানিতে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী পৌঁছে শুরু করে। নদী থেকে বাসটি উদ্ধার করা হয়েছে।

২৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উদ্ধার করা গিয়েছে কয়েকজন আহতদেরও। তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের খোঁজ চলছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছে প্রশাসন। বাসটিতে কত যাত্রী ছিল সে বিষয়ে স্পষ্ট জানা যায়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে