আন্তর্জাতিক ডেস্ক: সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের মুক্তির বিনিময় ৬০০ কোটি ডলার বা ৪৮০০ কোটি টাকা দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। বর্তমানে দেশটির কারাগারে বন্দি রয়েছেন বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম ওয়ালিদ।
সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন, এতে ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স, মন্ত্রী, সাবেক মন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে আটক করা হয়।
ওয়ালিদের মুক্তির জন্য সৌদি কর্তৃপক্ষ ৪৮০০ কোটি টাকা দাবি করেছে এবং তা নিয়ে দেনদরবার চলছে। বিষয়টি সম্পর্কে অবহিত এমন সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।
হাফিংটন পোস্ট জানায়, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে ওয়ালিদের কাছ থেকেই সবচেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।
তবে বিলাসবহুল রিজ কার্লটন হোটেলে দুই মাস ধরে বন্দি আল ওয়ালিদ অর্থের বিনিময়ে মুক্তি নিতে অস্বীকৃতি জানিয়েছেন বলে জানা গেছে।
বিপরীতে রিয়াদের শেয়ার মার্কেটের তালিকায় থাকা কিংডোম হোল্ডিংসের একটি গুরুত্বপূর্ণ শেয়ার কর্তৃপক্ষকে দেয়ার প্রস্তাব করেছেন। আল ওয়ালিদ বিশ্বের ৫৭তম শীর্ষ ধনী।
এমটি নিউজ/এপি/ডিসি