রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:৩৫:০২

পাকিস্তান-ভারত গোলাগুলি, ৪ ভারতীয় সেনা নিহত

পাকিস্তান-ভারত গোলাগুলি, ৪ ভারতীয় সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ৪ ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিহতদের সবার অঙ্গহানি করা হয়েছে বলেও ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়।

সেনাবাহিনীর একটি সূত্র জানায়, শনিবার রাজ্যের রাজৌরি জেলায় সীমান্তের নিয়ন্ত্রণ রেখার প্রায় ৪শ' মিটার অদূরে ভারতীয় সেনাদের লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম বা ব্যাটের সদস্যরা। এসময়, ভারতীয় সেনারাও পাল্টা গুলি ছুড়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করলে, দু'পক্ষের গোলাগুলিতে নিহত হন চার সেনা। এছাড়াও, আরও এক সেনা সদস্য আহত হয়েছেন বলেও জানানো হয়।

এ ঘটনার পর সীমান্তে পাকিস্তানের সেনা চৌকিগুলো লক্ষ্য করে পাল্টা জবাব হিসেবে আক্রমণ চালানো হয়েছে ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হলেও, এতে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এমটিনিউজ২৪.কম/এন/মান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে