আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বেশ ধারণ করে দেশে দেশে ঘুরে বেড়ান এমন কয়েকজন মানুষ আছেন। এদের মধ্যে সর্বাধিক পরিচিতি পাওয়া মানুষটিকে সবাই ড্রাগন কিম নামে চেনেন।
গুরুগম্ভীর চেহারা করে হাঁটেন, রাজসিক ভঙ্গিতে মানুষকে দেখে হাত নাড়েন।
রাস্তায় পথ চলতি মানুষেরা হঠাৎ থমকে দাড়িয়ে যান কেউ কেউ।
জ্বালাময়ী রাজনৈতিক বক্তব্য বা কর্মকাণ্ড বাদ দিয়ে রাস্তায় একলা ঘুরে বেরানো কিম বং উনকে দেখে লোকে অবাক হয়, মজাও পায়।
স্মার্ট ফোন বের করে ছবি তোলেন কেউ। কেউবা ভিডিও করেন, কেউ আবার সেলফি তুলতে চান।
ব্যপারটি ড্রাগন কিম রীতিমত উপভোগ করেন। তিনি যখন যুক্তরাষ্ট্রে সফরে গিয়েছিলেন, অনেকেই ভেবেছিল তিনি সত্যিকারের কিম জং উন।
উত্তর কোরিয়ার নেতা ভেবে অনেকে সেসময় তাকে গালিও দিয়েছিল।
কেউ তেড়ে এসেছিল ঘুষি মারতে চেয়েছিল তার মুখে।
এমনকি 'মার্কিন মুলুকে কিম কি করছেন' কিংবা তার উচিত 'যথাশীঘ্র যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়া' এমন হুঁশিয়ারিও হজম করতে হয়েছে।
এই মূহুর্তে তিনি রয়েছেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে। বলছিলেন, গত চার বছর ধরে তিনি এই বেশেই জনসম্মুখে বের হচ্ছেন।
এক সময় সামরিক বাহিনীতে কাজ করতেন, সে সময় সবাই বলত তাকে দেখতে কিম জং উনের মত।
তখন থেকেই কিম জং উনের মত সাজ পোশাক করতে শুরু করেন। বদলে ফেলেন নিজের চুলের ছাটটিও।
এখন এটিই তার পেশা।-বিবিসি
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস