আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলবার সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনার বালোচ রেজিমেন্টের চার জওয়ানকে খতম করে আসে ভারতীয় জওয়ানরা৷ তার রেশ কাটতে না কাটতেই পাল্টা আঘাত করল পাকিস্তান৷
বুধবার রাজৌরির বাবা খোরি সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ব্যাপক বোমা বর্ষণ করে পাক বাহিনী৷ পাল্টা জবাব দিতে শুরু করেছে ভারতও৷
প্রসঙ্গত, শনিবার রাজৌরি সেক্টরে ঢুকে ভারতীয় সেনার টহলদারি বাহিনীর উপর হামলা করেছিল পাক সেনা৷ সেই হামলায় এক মেজর এবং তিন জওয়ান শহিদ হয়েছিলেন৷
মঙ্গলবারের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে পাক সেনাদের খতম করে তার বদলা নেয় ভারত৷ ৪৫ মিনিটের এই অপারেশনে খতম হয়েছে চার জওয়ান৷
২৭ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর