বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ১০:৩০:৩২

বিশ্বের সবচেয় বড় জালিম ও দুর্নীতিবাজ হচ্ছে আমেরিকা : ইরান

বিশ্বের সবচেয় বড় জালিম ও দুর্নীতিবাজ হচ্ছে আমেরিকা : ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মার্কিন সরকার হচ্ছে বিশ্বের সবচেয় বড় জালিম ও দুর্নীতিবাজ। তারা এখনও দায়েশ এবং অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। একইভাবে মধ্যপ্রাচ্যের স্বৈরাচারী সরকারগুলোকেও সমর্থন দিচ্ছে আমেরিকা।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেন, আমেরিকা, ইসরাইল এবং তাদের অনুসারীরাই হচ্ছে বর্তমান যুগের ফেরাউন। তিনি আরো বলেন, আমেরিকার শাসক গোষ্ঠী এখন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। তারা নতুন যুদ্ধের মাধ্যমে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।

তিনি আরো বলেন, আমেরিকাই হচ্ছে ইরানের প্রধান শত্রু। ফিলিস্তিন মুক্ত হবে এবং বায়তুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণার তৎপরতা থেকে তাদের অক্ষমতাই ফুটে উঠেছে। চূড়ান্তভাবে মুসলমানরাই বিজয়ী হবে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে