আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ও ইসরাইলের সীমান্তে বহু সন্ত্রাসীকে ঘেরাও করে ফেলেছে সিরিয়ার সরকারি সেনারা। এসব সন্ত্রাসীকে ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের সময়সীমা বেধে দেয়া হয়েছে। সন্ত্রাসীদেরকে সিরিয়ার সেনারা বলেছে, হয় আত্মসমর্পণ কর, না হয় সামরিক পরাজয়ের পথ বেছে নাও।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হারমন পর্বতের পাদদেশে বেইত জিন এলাকায় এসব সন্ত্রাসী ঘোরাও হয়ে পড়েছে।
সন্ত্রাসী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশ থেকে সন্ত্রাসীদেরকে চলে যাওয়ার জন্য সময়সীমা বেধে দিয়েছে। সরকার বলেছে, সন্ত্রাসীরা আত্মসমর্পণ না করলে সামরিক অভিযানের মুখে পড়বে।
সিরিয়ার সেনারা গত সপ্তাহে বেইত জিন ও হারমন পার্বত্য এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এটা ছিল লেবানন-ইসরাইল সীমান্তের কাছে সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি। দীর্ঘদিন ধরে সিরিয়া অভিযোগ করে আসেছ- ইসরাইল ওই এলাকায় সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
এদিকে, ইদলিব ও দারা প্রদেশে উগ্র ফতেহ আশ-শাম গোষ্ঠীর সন্ত্রাসীরা আত্মসমর্পণ করে আলোচনায় বসতে রাাজি হয়েছে। তারা এসব এলাকায় সরকারি সেনাদের অভিযান মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস