আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ককে অত্যাধুনিক চারনলা এস-ফোর হানড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া।
এ লক্ষ্যে দু'পক্ষের মধ্যে আড়াইশো কোটি ডলারের চুক্তি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন রুশ কৌশলগত করপোরেশন রোসটেকের প্রধান সের্গেই শেমেজব। বুধবার গণমাধ্যমকে তিনি বলেন, ৪৫ শতাংশ মূল্য নগদে পরিশোধ করবে তুরস্ক। বাকি ৫৫ শতাংশ রাশিয়া ধার দেবে তাদের।
২০২০ সালের ফেব্রুয়ারিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম হস্তান্তর করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। দুই দেশের অর্থমন্ত্রী লেনদেনের কথাবার্তা পাকাপোক্ত করেছেন। এখন শুধু চূড়ান্ত কাগজপত্র স্বাক্ষর করা বাকি। শেমেজব বলেন, তুরস্কই হবে ন্যাটোভুক্ত প্রথম দেশ, যারা রাশিয়ার কাছ থেকে এস-ফোর হানড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস