বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৭:২২

জেরুজালেমই ফিলিস্তিনের স্থায়ী রাজধানী : ইরানের পার্লামেন্ট

জেরুজালেমই ফিলিস্তিনের স্থায়ী রাজধানী : ইরানের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের ঘোষণার পাশাপাশি ইরানও জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইরানের পার্লামেন্ট বুধবার এ বিষয়ে জরুরী প্রস্তাবনা আনে। পার্লামেন্টে এই প্রস্তাবের ওপর ভোটাভোটি অনুষ্ঠিত হয়। ২৯০ জন সংসদ সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে ভোট দেন ২০৭ জন। ইরানের বার্তা সংস্থা তাসনিম এ সংবাদ জানিয়েছে।

পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি বিলটিকে সময়োযোগী বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার জবাবে ইরানের পক্ষ থেকে এমন ঘোষণা আসলো।

এর আগে গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন ট্রাম্প। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে