আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ১৩জনই নারী। এছাড়া এ ঘটনায় আরো অন্তত ১৪ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় চারতলা ভবনটির ছাদে ২৮ বছর বয়সী এক তরুণীর জন্মদিন পালন করা হচ্ছিল। এসময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া হতাহতদের মধ্যে জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যাই বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার গভীররাতে চারতলা ভবনের তিনতলায় প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে বহুতল ভবনটির তিনতলায় ছিল মজো বিস্ত্রো নামে একটি রেস্টুরেন্ট। ধারণা করা হচ্ছে, রেস্টুরেন্টটির অব্যবস্থাপনার কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ জন্য রেস্টুরেন্টের বিরুদ্ধে একটি এফআইআর করা হয়েছে।
এঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় কেইএম এবং সিওন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস