আন্তর্জাতিক ডেস্ক: বিমান হাওয়ায় ভেসে ওড়ে। তবে হাওয়া যে বিমানকে উড়িয়ে নিতে পারে তা দেখা গেল দক্ষিণ ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টায়। প্রবল বাতাসের তোড়ে মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি জেট বিমান উড়ে গিয়ে আছড়ে পড়ে পাশের একটি ভবনে। তবে এ সময় বিমানটিতে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। খবর বিব
মাল্টার মিডিয়া জানিয়েছে, উড়োজাহাজটির মালিক যুক্তরাজ্যের ধনকুবের লর্ড মাইকেল অ্যাশক্রফট। তিনি ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন বড় অর্থদাতা।
ঘটনাটি কিভাবে ঘটল তার বর্ণনা পাওয়া যায়নি। খবরে বলা হয়, বিজনেস জেটটি বিমানবন্দরের বিমান পার্কিংয়ের নির্ধারিত স্থানে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রচণ্ড বাতাস বইতে শুরু করলে বিমানটি বিমানবন্দর সংলগ্ন একটি ভবনে আছড়ে পড়ে। এতে ভবনের ভেতরে বিমানের সামনের অংশ ঢুকে যায়।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস