শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৭:৫৯

স্ত্রীকে খালে ডুবিয়ে মারতে গিয়ে তীব্র স্রোতে ভেসে গেলেন স্বামী আর বিস্ময়কারভাবে বেঁচে গেছেন স্ত্রী!

স্ত্রীকে খালে ডুবিয়ে মারতে গিয়ে তীব্র স্রোতে ভেসে গেলেন স্বামী আর বিস্ময়কারভাবে বেঁচে গেছেন স্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক: একটি খালে স্ত্রীকে ডুবিয়ে মারতে চেয়েছিলেন স্বামী। কিন্তু বিধি বাম। খালের তীব্র স্রোতে হত্যাচেষ্টাকারী নিজেই ভেসে গেলেন। আর বিস্ময়কারভাবে বেঁচে গেছেন স্ত্রী। পুলিশ এখনও খুঁজছে স্বামীকে। ধারণ করা হচ্ছে, তার সলিল সমাধি হয়েছে।  

ভারতের ফিরোজপুর জেলার মালানওয়ালা গ্রামে তাদের বাস। ওই নারীর স্বামীর মৃত্যু ঘটে থাকলেও তিনি অপরাধী। গ্রামের কাছেই এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আনওয়ার মাশিহ নামের ২৯ বছর বয়সী তরুণ তার স্ত্রী কোমালকে (২৬) নিয়ে গত বুধবাধ বিকালে হাঁটতে বের হন। তাদের সঙ্গে ছিলেন আনওয়ারের আরেক ভাই নাচাত্তার।
 

স্ত্রীর অভিযোগ, এর আগে আনওয়ার আমাকে নানাভাবে অত্যাচার কতো। ওইদিন বিকালে আনওয়ার তার ভাই নাচাত্তারকে বলেন আমাকে গ্রামের বাইরে নিয়ে যেতে। এখন বুঝতেছি, তাদের পরিকল্পনা ছিল খালে ডুবিয়ে আমাকে মেরে ফেলা।  

থানার এএসআই লাল সিং জানান, তাদের দুজনের বিয়ে হয়ে ২০১০ সালে। তাদের দুটো বাচ্চাও রয়েছে। নারী জানান যে নাচাত্তার তাকে খালে ডোবানোর জন্যে পানিতে চেপে ধরে। কিন্তু তিনি কোনভাবে পাড়ের কিছু একটা ধরে বাঁচার চেষ্টা করেন। পরে আনওয়ার পানি ঝাঁপ দিয়ে স্ত্রীকে টানটানি শুরু করেন। কিন্তু তীব্র স্রোতের মুখে স্বামী নিজেও টিকতে পারেনি। ভেসে যায় সে। নাচাত্তার এ দৃশ্য দেখে পালিয়ে যায়। স্ত্রী কোনরকমে বেঁচে যান। পরে গ্রামবাসী তাকে পুলিশের কাছে নিয়ে আসেন অভিযোগ দেওয়ার জন্যে।  
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে