শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ১০:২৭:৩৫

ছেলের চড়, অপমানে আত্মহত্যা করলেন বাবা!

ছেলের চড়, অপমানে আত্মহত্যা করলেন বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: বিবাহবর্হিভূত সম্পর্কের প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ ছেলের বিরুদ্ধে। অপমানে বিষ খেয়ে আত্মহত্য করলেন বাবা। ভারতের নদিয়ার ধানতলার ঘটনা।

মৃতের নাম বিজয় দত্ত।  যদিও ছেলে রাজু দত্তের দাবি ক্যানসারে আক্রান্ত হওয়ায় মানসিক অবসাদে মারা গেছে বাবা। যদিও এলাকাবাসীর দাবি, ছেলের মারধরে অপমানিত হয়েই আত্মহত্যা করেছে বিজয় দত্ত। স্থানীয়দের দাবি, এক রাজুর বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য পরিবারে মাঝে মাঝেই অশান্তি চরমে পৌঁছত। ছেলের এই আচরণের বিরোধিতায় সরব হয়েছিলেন বিজয়বাবু।

বৃহস্পতিবার এমনই আশান্তি শুরু হলে বাবাকে চড় কষান রাজু বাবু। এরপরই বিষ খান বিজয় বাবু। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর।  
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে