শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৮:০৬:৩২

হোয়াইট হাউজ থেকে চাকরি ছাড়ার হিড়িক!

হোয়াইট হাউজ থেকে চাকরি ছাড়ার হিড়িক!

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর হোয়াইট হাউজের কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার হিড়িক পড়েছে।

হোয়াইট হাউজ সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কোনো প্রেসিডেন্ট দায়িত্ব নেয়ার পর প্রথম বছরেই সর্বোচ্চ সংখ্যক কর্মীর চাকরি ছেড়েছে ট্রাম্প প্রশাসনে।

১৯৮১ সালে রোনাল্ড রিগ্যানের শাসনামলে ১৭ শতাংশ কর্মী চাকরি ছাড়েন। তবে ট্রাম্প জমানায় এই হার দ্বিগুণ।

ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ট্রাম্প দায়িত্ব নেয়ার পর প্রথমে নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনকে চাকরিচ্যুত করেন। এক মাসের মতো দায়িত্ব পালনের পর গত ফেব্রুয়ারিতে তিনি চাকরিচ্যুত হন।

এরপর ট্রাম্পের সঙ্গ ছাড়েন তার নির্বাচনী প্রচারণার অন্যতম সমন্বয়ক রায়ান্স প্রিবাস ও স্টিভ ব্যানন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে