রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩৫:৫৪

বছর শেষে ফের আবারও এল মরণ খেলা ‘ব্লু হোয়েল’ আতঙ্ক!

বছর শেষে ফের আবারও এল মরণ খেলা ‘ব্লু হোয়েল’ আতঙ্ক!

নিউজ ডেস্ক: বছর শেষে ফিরে এল ব্লু হোয়েল আতঙ্ক। এই মারণ খেলার শিকার হলেন ১৯ বছরের এক তরুণ। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দ্রাবাদে। জানা গেছে, বি টেকের ছাত্র টি বরুণ ম্যাপল টাউন ভিলাজে পরিবারের সঙ্গে থাকতেন। শনিবার সকালে প্লাস্টিক ব্যাগের ভিতর মুখ ঢাকা অবস্থায় তার দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দমবন্ধ হয়েই মৃত্যু হয়েছে তার।

পুলিশ মনে করছে, ব্লু হোয়েল গেমের চ্যালেঞ্জ পূরণ করতে গিয়েই তার এই মৃত্যু হয়েছে। বরুণের ল্যাপটপ থেকে ব্লু হোয়েল গেমের বেশ কিছু প্রমাণও পেয়েছে পুলিশ। ল্যাপটপটি আপাতত ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে