রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১০:০৫:৪৯

ইসলামে 'শিয়া-সুন্নি' বিভেদ চক্রান্তমূলক খেলা: এরদোগান

ইসলামে 'শিয়া-সুন্নি' বিভেদ চক্রান্তমূলক খেলা: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, সুন্নি বা শিয়া নামে কোনো ধর্ম নেই, আমাদের ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। আফ্রিকা সফরে তিউনিসিয়া বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খবর ডেইলি জংয়ের।

পশ্চিমা দেশগুলো মুসলমানদের বিভক্ত করার চেষ্টায় লেগে আছে বলেও এসময় মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, পাশ্চাত্যের মিডিয়াগুলো আমাকে এবং তুরস্ককে সুন্নি মুসলমানদের দেশ হিসেবে ডাকে। কিন্তু আমরা সুন্নি বা শিয়া নামের বিভক্তির অংশ হব না। কারণ আমরা কেবল ইসলামকেই ধর্ম মনে করি। এমন চক্রান্তমূলক খেলা থেকে খুবই সতর্ক থাকা জরুরি বলে মন্তব্য করেছেন এরদোগান।

জেরুজালেম বিষয়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসির জরুরি বৈঠকের মূল্যায়ন করতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট কিছু আরব দেশের দৃষ্টিভঙ্গি নিয়ে আফসোস করেন। তিনি বলেন, কিছু আরব দেশ অবিবেচনার পরিচয় দিয়েছে। এরপরও বৈঠকে তাদের অংশগ্রহণ সান্ত্বনাদায়ক।

জেরুজালেম ইস্যুতে বরাবরই সোচ্চার থেকেছে তুরস্ক। এমনকি ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করলে ব্যাপক প্রতিক্রিয়া দেখায় তুরস্ক। এর জবাবে পূর্ব জেরুজালেমে তুরস্ক দূতাবাস খোলারও ইচ্ছা প্রকাশ করে আঙ্কারা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে