রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ১০:১৪:২৭

'নিপীড়নমূলক সরকার চিরকাল টিকে থাকতে পারে না'

'নিপীড়নমূলক সরকার চিরকাল টিকে থাকতে পারে না'

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে সরকার বিরোধী বিক্ষোভের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটির (ইরান) জনগণ পরিবর্তন চায়। কেননা নিপীড়নমূলক সরকার চিরকাল টিকে থাকতে পারে না। শনিবার দ্বিতীয় দিনের মতো ইরানের বিক্ষোভের ব্যাপারে এমন মন্তব্য করেন তিনি। খবর এএফপি’র।

গত সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেয়া ভাষণের দু’টি অংশ টুইটারে পোস্ট দেন ট্রাম্প। তার ভাষণের এ দু’টি অংশে ইরান সরকারকে লক্ষ্য করে বক্তব্য রয়েছে। মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের প্রধান প্রতিপক্ষ হচ্ছে ইরান।

জাতিসংঘে দেয়া বক্তব্যের বরাত দিয়ে ট্রাম্প টুইটার বার্তায় বলেন, ‘নিপীড়নমূলক সরকার চিরকাল টিকে থাকতে পারে না এবং এমন একদিন আসবে যখন ইরানের জনগণ তাদের সরকার নির্বাচন করবে।’

সারাবিশ্ব ইরানকে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।

এদিকে শনিবার সন্ধ্যার দিকে ট্রাম্পের সুরে সুর মিলিয়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি এবং তাদের মানবাধিকার লঙ্ঘনের অবসানে ইরানের এ সরকারের চলে যাওয়ার সময় এসে গেছে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে