সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ০১:২৯:০৮

যে কারণে বছরের শেষে দিনে ছোটো ছেলে আগুনে পুড়িয়ে মারল বাবা!

যে কারণে বছরের শেষে দিনে ছোটো ছেলে আগুনে পুড়িয়ে মারল বাবা!

আন্তর্জাতিক ডেস্ক: প্রকাশ্যে সকলের চোখের সামনে যুবককে পুড়িয়ে মারল বাবা আর বড় ভাই। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে ভারতের জলপাইগুড়ির মেটেলিতে। তবে অভিযুক্তদের গ্রেফতার করেছে সেখানকার পুলিশ।

হঠাৎ গ্রাম বাসীরা দেখেন ওই যুবককে প্রায় আধমরা করে বাঁশে ঝুলিয়ে ক্ষেতের মধ্যে নিয়ে আসছে বাবা এবং তার ভাই। তারপর মাঠে ফেলে শুরু হয় বেদম মার। এরপর যুবকের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। অভিযোগ, বাড়ির অদূরেই পুড়িয়ে মারা হয়েছে লাঠে ওরাঁও নামে এক যুবককে। মারমুখী বাবা-ভাইর হুমকিতে এককদম এগোতে পারেননি গ্রাম বাসীরা। খুনের পর মাঠের মধ্যেই মৃতদেহ পুঁতে ফেলা হয়।

কেন এই নৃশংসতা?
পারিবারিক অশান্তির জেরেই খুন বলে অভিযোগ। মৃত যুবক মদ্যপ হয়ে বাড়িতে নিয়মিত অশান্তি করত বলে দাবি প্রতিবেশীদের। জানা যাচ্ছে, জমি নিয়েও অশান্তি ছিল ওরাঁও পরিবারে। অভিযুক্ত বাবা থাম্পে ওরাঁও এবং দাদা ফাগু ওরাঁওকে গ্রেফতার করেছে পুলিশ। দেহ উদ্ধার করেছে পুলিশ। বছরের শেষ দিন এমন ঘটনার পর থমথম করছে এলাকা।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে