আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের কলোরাডোতে বন্দুকধারীর হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। হামলায় আহত হয়েছেন আরো চারজন। এদের মধ্যে দু'জন বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
পুলিশ জানায়, কলোরাডোর দেভার শহরের একটি আবাসিক ভবনের পাশের ফ্ল্যাট থেকে অন্য আরেকটি ফ্ল্যাটে অতর্কিত গুলি চালায় অজ্ঞাত বন্দুকধারী। হামলার পরপরই ভবনের চারপাশ ঘিরে ফেলে পুলিশ। এসময় বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলি করলে এক পুলিশ কর্মকর্তা নিহত হন।
পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়। ভবনটিতে কোনো বিস্ফোরক দ্রব্য রয়েছে কিনা তা জানতে বোমা নিষ্ক্রীয়কারী দল কাজ শুরু করে করেছে বলে জানা গেছে। এটি সন্ত্রাসী হামলা কিনা কিছুই জানায়নি পুলিশ।
ঘটনার পর শহরজুড়ে নিরাপত্তা জোরদারের পাশাপাশি ওই এলাকায় জনসাধারণের চলাচলের ওপর সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। হামলায় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস