আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন ইয়েমেনের অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে শক্তিশালী যোগাযোগ ও সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে বলে জানিয়েছেন দরটির রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মাদ আল বুখাইতি।
বুখাইতি বলেন, তার সংগঠন ইয়েমেনের জেনারেল পিউপিলস কংগ্রেস এবং আল ইসলা রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে যাচ্ছে। আনসারুল্লাহ আন্দোলন এবং কংগ্রেসের মধ্যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকলেও আগ্রাসী বিদেশী বাহিনীকে প্রতিহত করার পাশাপাশি ইয়েমেনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তারা কোনো আপস করে না।
তিনি আরো বলেন, আগ্রাসনকারীরা ইয়েমেনের রাজনৈতিক দলগুলোর কাছে নিজেদের বহু কর্মকর্তা পাঠালেও আনসারুল্লাহর মিত্র দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করতে তারা ব্যর্থ হয়েছে।-পার্সটুডে
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস