সোমবার, ০১ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭:০৮

কানাডায় জঙ্গল থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ

কানাডায় জঙ্গল থেকে ভেসে আসছে রহস্যময় শব্দ

আন্তর্জাতিক ডেস্ক: ভৌতিক ঘটনা বিশ্বাস করেন অনেকে। আবার অনেকেই এসব মানেন না। তবে রহস্যময় এই পৃথিবীতে আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যায় যা অস্বাভাবিক। সম্প্রতি কানাডার একটি গ্রামের কাছে অবস্থিত জঙ্গলে  তেমনই একটি ঘটনা রহস্যের জন্ম দিয়েছে। জানা গেছে, সেখানে আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে।

এ ব্যাপারে কন্সপাইরেসি থিওরি, বিয়ন্ড রিয়েলিটিসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, কানাডার ব্রিটিশ কলম্বিয়া অঞ্চলের প্রত্যন্ত গ্রাম মরিসটাউনের খুব কাছে সম্প্রতি জঙ্গলের ভেতরে অদ্ভুত শব্দ নিয়মিতই শোনা যাচ্ছে।

তবে বাকলি নদীর কাছে অবস্থিত ওই জঙ্গলে অবশ্য কেউ শব্দের উৎসের সন্ধানে যায়নি। তবে গ্রামবাসীরা বলছেন, শব্দটি জঙ্গলের ভেতর থেকে আসলেও এর উৎসটি কখনই গ্রামের কাছে আসেনি। এ নিয়ে স্থানীয়রা ভয় পেলেও কেউ কেউ বলছেন, গাছের ফাঁক দিয়ে বাতাস চলাচলের কারণে এমন শব্দের সৃষ্টি। আবার কারও মতে, জঙ্গলের ভেতরে এই শব্দটি হাতির হতে পারে। কিন্তু সেখানে তো হাতি নেই, তাহলে? অদ্ভুত সেই শব্দের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে দ্রুতই তা ভাইরালে পরিণত হয়।
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে