আন্তর্জাতিক ডেস্ক: মর্মান্তিক ঘটনা৷ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৫০ জনের৷ ঘটনাস্থল দক্ষিণ আমেরিকার দেশ পেরু৷ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদসংস্থার খবর, পেরুর রাজধানী শহর থেকে ৭০ কিমি দূরে খাদে বাস পড়ে গিয়েছে৷ ওই বাসে থাকা বেশিরভাগ যাত্রী মৃত৷
দুর্ঘটনার পর যে ছবি সামনে এসেছে তাতে দেখা গিয়েছে বাসটি সমুদ্র সৈকতের কাছে পাথুরে জমির উপর গিয়ে পড়েছে৷ বাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে৷ জানা গিয়েছে, উত্তর লিমা থেকে ৭০ কিমি দূরে পাসামায়োর কাছে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি৷ সেই সময় বাসটিতে ৫৭ জন যাত্রী ছিল৷ এখনও অবধি ৫০ জনের মৃত্যুর খবর সামনে এসেছে৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
পেরুর এক সংবাদমাধ্যমে খবর, বাসের যাত্রীরা বেশিরভাগই বর্ষবরণের আমেজ কাটিয়ে লিমাতে ফিরছিল৷ কিন্তু পায়ামায়োর কাছে কার্ভা দেল ডায়াবলো (যার অর্থ শয়তানের বাঁক) সড়কে উঠতেই বেসামাল হয়ে পড়ে বাসটি৷ এই সড়কটি পেরুর অন্যতম বিপদজনক রাস্তা৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি একশো মিটার নিচে খাদে পড়ে যায়৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে বাসে থাকা ৫০ জন যাত্রীর মৃত্যু হয়েছে৷ যদিও সরকারিভাবে মৃতের সংখ্যা ২৫ ছাঁড়িয়েছে বলে জানানো হয়েছে৷ পেরুর পরিবহন মন্ত্রী দিনো স্কুডেরো জানান, ‘‘২৫ জন যাত্রীর মৃত্যুর খবর আমরা পেয়েছি৷ অন্য এক গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি নিয়্ন্ত্রণ হারায়৷ সেই কারণে দুর্ঘটনার কবলে পড়ে৷ খবর পেয়ে উদ্ধারকার্য বাহিনী কে নামানো হয়েছে৷ উদ্ধারকার্যে গতি আনতে হেলিকপ্টারও নামানো হয়েছে৷
এখনও অবধি পাঁচ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা গিয়েছে৷ যদিও তাদের অবস্থা সঙ্কটজনক৷ স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে৷
৩ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর