আন্তর্জাতিক ডেস্ক: আত্মহত্যার মতো মহাপাপ পৃথিবীতে আর নেই। সুস্থ মাথায় নিজেকে মেরে ফেলা যায়না। তাই আত্মহত্যাকে কেউ সমর্থন করেও না। সেখানে নিজের চোখে অন্য কারো আত্মহত্যার দৃশ্য দেখাও একদম সুখকর না।
কিন্তু সম্প্রতি ইউবটিউব তারকা লগান পল এমন একটি ঘটনা ঘটিয়েছেন, যাতে তিনি চরম সমালোচনার মুখে পড়েছেন। জাপানের আওকিগাহারা বনে সম্প্রতি বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী এই তারকা। সেখানে মাউন্ট ফুজির পাদদেশে দৃশ্যত আত্মহত্যা করা এক ব্যক্তির লাশের ছবি পোস্ট করে নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করেন তিনি।
গত রোববার আপলোড করে সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত লাখো দর্শক দেখে নেয় ভিডিওটি। এ নিয়ে ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। আর এভাবেই ইউটিউবে পল আরো পরিচিতি পান।
তবে এই ভিডিওর নেতিবাচক সমালোচনা এসেছে প্রচুর। এতে বেশ সমস্যায় পড়ে গেছে পল। বেশিরভাগই তাঁর এই কাজকে `অসম্মানজনক` ও `ঘৃণ্য` বলে অভিযোগ করেছেন। এতে তিনি যথেষ্ট লজ্জিত এবং বিব্রত। এ নিয়ে টুইটারে নিজের অনুভূতি প্রকাশে একটি ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে পল বলেন, তিনি হয়তো শোকে আর আতঙ্কে অনেকটাই বিপথগামী হয়েছেন। বিচারের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে তিনি ভেবেছেন যে তিনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন।
ভিডিওতে পল আরো বলেন, `ওই ভিডিওটি পোস্ট করা একদম উচিত হয়নি আমার। ওই সময় আমার ক্যামেরা নিচে রেখে রেকর্ডিং বন্ধ করে দেওয়া উচিত ছিল। এ কাজের জন্য আমি লজ্জিত ও হতাশ।`
লগান পলের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা দেড় কোটি। আত্মহত্যার এই ভিডিওতে দেখা যায় আত্মহত্যা করা একজনের মৃতদেহ আবিষ্কারের পর বেশ ভয় পায় পল। পরে আবার লাশ নিয়ে ঠাট্টা ও মজাও করেন। ভিডিওতে দেখা গেছে, এ সময় পল বলছিলেন: এটা কোনো ক্লিকবেইট নয়, একেবারে বাস্তব। এর আগে ইউটিউবে কেউ এমনটি দেখেনি, এ ভিডিওটি ইউটিউবের ইতিহাসে উল্লেখযোগ্য হয়ে থাকবে।
১৫ মিনিটের ওই ভিডিওটি জাপানে যাওয়া মার্কিন ভিলগারদের ভিডিও সিরিজের একটি অংশ ছিল। তারা জঙ্গলে ভুতুড়ে কিছু দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি ধারণ করছিল।
এ সময় একটি গাছের ডালে একজন ব্যক্তিকে ঝুলে থাকতে দেখে ক্যামেরা নিয়ে এগিয়ে যান তারা।
অনেকেই অভিযোগ করে বলেছেন, ইউটিউবে নিজের ভিউ বাড়াতে এমন কাজ করেছিলো পল।-বিবিসি
৩ জানুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর