বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৯:২৩

ইসরায়েলি সেনাদের কিল-ঘুসি-লাথি মারা সেই সাহসী কিশোরী তামিনি

ইসরায়েলি সেনাদের কিল-ঘুসি-লাথি মারা সেই সাহসী কিশোরী তামিনি

আন্তর্জাতিক ডেস্ক: এক ফিলিস্তিন কিশোরির সাহসীকতায় সবাই হতভম্ব। ফিলিস্তিনের স্বাধীনতা লাভের স্বপ্নে এই মেয়েটি যেন বীরত্বগাথার গল্প লিখে দিয়ে যাবে।
তার নাম আহেদ তামিনি। ইসরায়েলি সেনাদের চড়-লাথি মারা কন্যাশিশুটি এখন নিপীড়িত ফিলিস্তিনিদের 'হিরো'। ইসরায়েলি সেনাদের ওপর 'হামলা' চালানো এই সাহসী কিশোরীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আরো গ্রেপ্তার করা হয়েছে তার মা-বোন এবং চাচাতো বোনকে।

গতকাল ইসরায়েলের সামরিক আদালতে তার বিরুদ্ধে ১২টি অভিযোগ আনা হয়েছে। আহেদ তামিনির বিরুদ্ধে ইসরায়েলি সেনার ওপর হামলা, তাদের দায়িত্বপালনে বাধাপ্রদান এবং তাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপসহ ১২টি অভিযোগ তোলা হয়।  

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ট্রাম্পের স্বীকৃতি প্রদানের পর থেকেই ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ নতুন রূপ নেয়। সম্প্রতি ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে পশ্চিমতীরে দুই ইসরায়েলি সেনার ওপর চড়াও হয় মেয়েটি। এক ভিডিও-তে দেখা যায়, সেনাদের ওপর সে কিল-ঘুসি-লাথি ছুঁড়ছে। ভিডিও প্রকাশের ৪ দিন পর ১৯ ডিসেম্বর তামিনিকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির বাইরে সেনাদের ওপর চড়াও হওয়ার ভিডিওটি ভাইরাল হয়। তার কাজিনের মুখে ইসরায়েলি ফোর্স রাবার বুলেট ছোড়ার পর পরই তামিনি ক্ষেপে যায়। আহত কাজিন হাসপাতালে ৭২ ঘণ্টা কোমাতে ছিলেন।  

ভিডিওতে আহেদের চাচাতো বোন ২০ বছর বয়সী নূরকেও দেখা গেছে। তার মা মারিমানও ছিলেন। এদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। নাবি সালিহ গ্রামের ১৬ বছর বয়সী এই কিশোরী সেই ২০১২ সাল থেকেই আলোচিত। তিনি শিশু বয়স থেকেই ফিলিস্তিনদের আন্দোলনে সক্রিয়।  

প্রিজোনার্স রাইটস গ্রুপ 'আদ্দামির' এক প্রতিবেদনে জানায়, সেনাদের ওপর পাথর নিক্ষেপ ফিলিস্তিন শিশুদের বিরুদ্ধে আনা সবচেয়ে সাধারণ বিষয়। যেখানে ফিলিস্তিনরা ইসরায়েলী মিলিটারে আইনে চলতে বাধ্য হচ্ছেন, সেখানে পাথর ছুঁড়ে মারার অপরাধে ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। এবার ইসরায়েলিরা তামিনির মতো শিশুকে তাদের টার্গেট করেছে। তাকে ধরে এবং তার পরিবারের ওপর চাপ প্রয়োগের মাধ্যমে আন্দোলনরত ফিলিস্তিন সমাজকে তারা থামিয়ে দিতে চায়। সূত্র : আল-জাজিরা
এমটি নিউজ/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে