বুধবার, ০৩ জানুয়ারী, ২০১৮, ১০:০৪:৩৮

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমায় নিহত ১৪

নাইজেরিয়ার মসজিদে আত্মঘাতী বোমায় নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ক্যামেরুন সীমান্তবর্তী একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় বুধবার ১৪ মুসল্লি নিহত হয়েছে। বেসামরিক শান্তিরক্ষা দলের সদস্যরা এএফপিকে এ কথা জানিয়েছে। সন্দেহভাজন এক বোকো হারাম জিহাদি স্থানীয় সময় ভোর ৫টায় গামবোরু মসজিদের ভিতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়।

একজন বেসামরিক মিলিশিয়া উমর কাচাল্লা জানান, মসজিদটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে ১৪ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। শুধুমাত্র মুয়াজ্জিনই বেঁচে আছেন এবং ধ্বংসাবশেষের নিচে আরো মৃতদেহ রয়েছে বলে আন্দাজ করা হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে